Letter from Srila Prabhupada to Sankarshan Das

Letter from Srila Prabhupada to Sankarshan Das

Here, my dear reader, you can behold one of my greatest treasures, a personal letter from Srila Prabhupada to me. (It was the typist who misspelled my name by putting an "m" where there should have been an "n".) Srila Prabhupada noted my sincerity and my enthusiasm for spreading the Krishna consciousness movement. He then gave me an instruction that has empowered me for the last 49 years: "Continue enthusiastically as you are doing and surely Krishna will bless you." This will continue to enliven and inspire me for the rest of my life.

And then when signing his name he was inspired to add something which was not included in the dictated letter: "P.S. On Friday night we are going to Nairobi." What is the significance of this? The significance is that now he showing me his loving affection as the father feels for his intimate son with whom he shares the details of his day-to-day existence. In other words, while the letter itself is official instructions from the spiritual master to his disciple, the "P.S" is the loving confidentiality of the father to his son. What could be sweeter and more wonderful than this?

Do you catch the gist of the distinction?

Answers According to the Vedic Wisdom

Question: Dharma and Adharma?

How do you differentiate between dharma and adharma?

Saptagiri Tanush

Answer: Serving or Not Serving Krishna

My Dear Saptagiri,

Please accept my blessings.

Dharma is when you act in accordance with the instructions that Lord Sri Krishna gives in the Bhagavad-gita. Adharma is when you act against those instructions.

I hope this meets you in the best of health and in an ecstatic mood.

Your ever well-wisher,
Sankarshan Das Adhikari

Krishna Enlightens Arjuna

Krishna Enlightens Arjuna

Sankarshan Das Adhikari
Sankarshan Das Adhikari is one of the spiritual masters of the worldwide Hare Krishna Movement. He has dedicated the last 50 years of his life for bringing a spiritual revolution to planet earth by spreading the teachings of Lord Sri Krishna all over the world. He is based in Austin, Texas and when there is no pandemic regularly travels all over the world teaching his audiences how to attain Krishna consciousness, the highest stage of spiritual awakening. He is available for media interviews and to speak to groups and organizations either in person or via the internet.

Comments

  1. দাদা/মা,
    জয়গুরু।
    বন্দেপুরুষোত্তম।

    শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্র (১৮৮৮-১৯৬৯) হলেন কলির অবতারী ও যুগপুরুষোত্তম। তিনি বাংলাদেশের পাবনা জেলার হিমাইতপুর গ্রামে (যার পূর্বনাম সম্বলপুর) জন্মগ্রহন করেন। উনি মানুষের কল্যানের জন্য, মুক্তির জন্য, বাস্তবিক ও আধ্যাত্মিক উন্নতির জন্য প্রতিষ্ঠা করেন সৎসঙ্গ। সৎসঙ্গের প্রধান আশ্রমটি হল দেওঘর, ঝাড়খন্ড, ভারতে। তবে সারাবিশ্বে বিভিন্ন দেশে সৎসঙ্গের শাখা আশ্রম রয়েছে। দীক্ষা গ্রহনের মধ্যে দিয়ে শ্রীশ্রী ঠাকুরের শিষ্যত্ব গ্রহন করা যায়। সৎসঙ্গ একটি সংসারী, সময়ানুবর্তী ও আদর্শ ধর্ম পথ। সকাল-বিকাল প্রার্থনা, নামধ্যান, জপ ও পঞ্চনীতি পালনের মাধ্যমে সৎসঙ্গীরা তাদের নিত্য ধর্মানুশীলন করেন। প্রতি সপ্তাহে অন্তত একদিন মন্দিরে উপস্থিত হয়ে সমবেত প্রার্থনা করেন। তাছাড়া মানুষের মঙ্গলের জন্য নানাবিধ কর্মযজ্ঞ পরিচালনা করেন।
    শ্রীশ্রী ঠাকুর মানুষের সঠিক জীবন পথ নির্দেশনার জন্য প্রায় ২৪০০০ বানী প্রদান করেন ও বিভিন্ন গ্রন্থ রচনা করে যান। বিজ্ঞান চর্চার জন্য হিমাইতপুর আশ্রমে প্রতিষ্ঠা করেছিলেন বিশ্ববিজ্ঞান কেন্দ্র।

    শ্রীশ্রী ঠাকুর দর্শনে এসেছিলেন- দেশবন্ধু চিত্তরন্জন দাশ, নেতাজী সুভাষ বসু, মহাত্মা গান্ধী, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, একে ফজলুল হক সহ বহু প্রতিথযশা ব্যক্তিবর্গ।

    মানুষের বর্তমান নানা মুখী সংকট সমাধানে তিনি বাস্তব সূত্র নির্দেশ করে যান। যা মানুষের জীবনে সুখ, শান্তি, স্থৈর্য, স্বস্তি ও আনন্দ নিয়ে আসে। সৎসঙ্গ কোন পৌরাণিক কল্প কাহিনীর উপর প্রতিষ্ঠিত নয়। আধুনিক যুগে বিজ্ঞানের উৎকর্যতা এবং নানামুখী ব্যস্ততার মাঝেও ধর্মানুশীলনের এবং জীবন গঠনের এক সুসমন্বিত মাধ্যম হল সৎসঙ্গ। সৎসঙ্গ হল মানুষ গড়ার এক অনন্য আদর্শ পথ। সৎসঙ্গের আদর্শ অনুশীলনের মধ্যে দিয়ে মানুষ অজ্ঞাতসারে দেবত্বে উন্নীত হয়। সৎসঙ্গ হল আর্যকৃষ্টির আবহমানকাল ধরে বহমান ঋত ও ঋদ্ধির পথ। সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও বৈশ্বিক নানামুখী তীব্র সংকটের মাঝেও আমাদের অস্তিত্ব যাতে অক্ষুন্ন থাকে তার নির্দেশনাই তিনি দিয়ে গেছেন। মকাকল্কির ঘোর সংকটের মাঝে সৎসঙ্গ হল এক আলোকবর্তিকা স্বরূপ। সৎসঙ্গ হল সত্যানুশ্রয়ী বিবর্তনের আধুনিক ব্যষ্টিক ও সমষ্টিক অগ্রগামী ধারা।
    আসুন সৎসঙ্গ সম্পর্কে জানি , শ্রীশ্রী ঠাকুরের আদর্শ পালন ও অনুশীলনে উদ্বুদ্ধ হই এবং এই মঙ্গল বারতা সকলের নিকট পৌঁছে দিতে সচেষ্ট হই।

    শ্রীশ্রী ঠাকুরের কয়েকটি বাণী-
    ১। মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় কৃতি তত।।
    ২। সদাচারে বাঁচে বাড়ে,
    লক্ষ্মী বাঁধা তার ঘরে।।
    ৩। এক আদেশে চলে যারা,
    তাদের নিয়ে সমাজ গড়া।।
    ৪। বাঁচা বাড়ার মর্ম যা,
    ঠিকই জানিস ধর্ম তা।।
    ৫। বাঁচতে নরের যা যা লাগে,
    তা তা দিয়েই ধর্ম জাগে।।
    ৬। স্বামীর প্রতি টান যেমনি,
    ছেলেও জীবন পায় তেমনি।।
    ৭। ইষ্ট নাই নেতা যে,
    যমের দালাল কিন্তু সে।।
    ৮। ধর্মে সবাই বাঁচে বাড়ে,
    সম্প্রদায়টা ধর্ম নারে।।
    ৯। না ধরিতে প্রেরিত বর্তমান,
    অন্ধতম হয় প্রয়ান।।
    ১০। শিক্ষকের নাই ইষ্টে টান,
    কে জাগাবে ছাত্রের প্রাণ।।
    ১১। বুদ্ধ-ঈশায় বিভেদ করিস,
    শ্রীচৈতন্য রসুল কৃষ্ণে,
    জীবোদ্ধারে হন আবির্ভাব
    একই ওরা তাও জানিস নে।।
    ১২। একের প্রতি লক্ষ্য,
    তবেই আসে ঐক্য।।
    ১৩। মানুষ আপন টাকা পর,
    যত পারিস মানুষ ধর।।
    ১৪। অভ্যাস ব্যবহার যেমনতর,
    সন্তানও পাবি তেমনতর।।
    ১৫। কর্ম মাঝে ধর্মকে যে,
    ফুটিয়ে তুলতে পারল না;
    ধর্মে কর্মে আনল বিভেদ পদে পদে লাঞ্চনা।।

    শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের গ্রন্থসমূহের তালিকা :
    ১) সত্যানুসরণ
    ২) পুণ্যপুঁথি
    ৩) নারীর নীতি
    ৪) পথের কড়ি
    ৫) চলার সাথী
    ৬) সদবিধায়না
    ৭) আর্য-প্রতিমোক্ষ ১-২৪ খন্ড
    ৮) অনুশ্রুতি ১-৭ম খন্ড
    ৯) শাশ্বতী
    ১০) সম্বিতী
    ১১) আচার-চর্য্যা
    ১২) চর্য্যা-সূক্ত
    ১৩) শিক্ষা-বিধায়না
    ১৪) নিষ্ঠা-বিধায়না
    ১৫) আদর্শ-বিনায়ক
    ১৬) সংজ্ঞা-সমীক্ষা
    ১৭) দর্শন-বিধায়না
    ১৮) বিকৃতি-বিধায়না
    ১৯) ধৃতি-বিধায়না
    ২০) প্রীতি-বিনায়ক
    ২১) স্বাস্থ্য ও সদাচার সূত্র
    ২২) যতি-অভিধর্ম
    ২৩) দেবী-সূক্ত
    ২৪) জীবন-দীপ্তি
    ২৫) বিধান-বিনায়ক
    ২৬) বিবাহ-বিধায়না
    ২৭) যাজী-সূক্ত
    ২৮) সেবা-বিধায়না
    ২৯) সমাজ-সন্দীপনা
    ৩০) আর্য্যকৃষ্টি
    ৩১) তপো-বিধায়না
    ৩২)নীতি -বিধায়না
    ৩৩) কৃতি-বিধায়না
    ৩৪) বিবিধ-সূক্ত
    ৩৫) বিধি-বিন্যাস
    ৩৬) আশীস-বাণী
    ৩৭) অমিয় লিপি
    ৩৮) নানাপ্রসঙ্গে ১-৪ খন্ড
    ৩৯) আলোচনা প্রসঙ্গে ১-২২ খন্ড
    ৪০) কথা প্রসঙ্গে ১-৩ খন্ড
    ৪১) নারীর পথে
    ৪২) দীপরক্ষী ১-৬ খন্ড
    ৪৩) অমিয় বাণী
    ৪৪) ইসলাম প্রসঙ্গে
    ৪৫) প্রার্থনা
    ৪৬) The Message 1-9 Vol.
    ৪৭) Magna Dicta
    অন্যান্য লেখকের বইসমূহ
    ১) যেমন তাঁকে দেখি
    ২) শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্র
    ৩) ইষ্ট-প্রসঙ্গে ১-৬ খন্ড
    ৪) বাণী-সাহিত্য
    ৫) অখন্ড জীবন দর্শন
    ৬) দয়াল ঠাকুর
    ৭) আমেরিকার পথে
    ৮) শ্রীশ্রী ঠাকুর ও দেশবন্ধু চিত্তরঞ্জন
    ৯) আমার জীবনে শ্রীশ্রী ঠাকুর
    ১০) বাগর্থদীপিকা( ঠাকুরের নবসৃষ্ট প্রায় ৫০০০ শব্দকোষ)

    www.satsang.org.in
    #satsang

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

The Little Sparrow Who Conquered the Ocean

Heart Melting Reunion with Amarendra and Gayatri

Who is this Krishna?